(০১) স্বাস্থ্য সেবাঃ
প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পযন্ত কমোনেটিং ক্লেনিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবা প্রধান করা হয়।
(০২) মাঠ পযয়ে সেবাঃ
ক. সম্প্রসারিত টিকাদান কমসুচিঃ
০১. ইউনিয়নে ৩টি অস্থায়ী টিকা দান কেন্দ্র রয়েছে।
০২. প্রতি মাসে শিশুদের ৭টি রোগের টিকা প্রধান করা হয়।
০৩. ২৫-৪৯ বছরের সকল মহিলাদের ৫টি রোগের টিকা প্রধান করা হয়।
(০৩) স্বাস্থ্য শিক্ষাঃ
ক. জাতীয় টিকা দিবসে সকল শিশুকে পোলিও টিকা খাওয়নো হয়(০-৫)।
খ. ক্রমি নিয়ন্ত্রক সপ্তাহে ৬-১২ বছরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও কমোনেটিং ক্লানিকে ছাত্র ছাত্রিদের ক্রমি নাসক বড়ি খাওনো হয়।
গ. জাতীয় ভিটামিন এ ১-৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয় এবং ২-৫ বছরের শিশুকে ক্রমি নাসক ভরি খাওয়ানো হয়।
ঘ. যক্ষা নিয়ন্ত্রক ব্যাক এর সেবায় নিয়জিত পরিক্ষার মাধ্যমে যক্ষা রোগী সনাত্নক করে বিনা মুল্যে চিকিসা প্রধান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস